সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দেউলিয়া হওয়া অনিল আম্বানির ১৮ কোম্পানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির নামও আছে প্যান্ডোরা পেপারসে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের আদালত তাকে দেউলিয়া ঘোষণা করেন। কারণ চীনের তিনটি ব্যাংকের দায়ের করা মামলার শুনানিতে আদালতে দাবি করেন তার সম্পদের পরিমাণ শূণ্যে নেমে এসেছে। অনিল আম্বানি জানান, বিদেশে তার কোনো সম্পদ নেই। রোববার প্রকাশিত প্যান্ডোরার পেপারস এবার বলছে অন্য কথা। রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ও তার পক্ষের লোকদের মালিকানায় জার্সি, ভার্জিন আইল্যান্ড ও সাইপ্রাসে অন্তত ১৮টি অফশোর কোম্পানি রয়েছে। এরমধ্যে ৭টি কোম্পানির ১৩০ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণ রয়েছে। এগুলো প্রতিষ্ঠিত হয়েছে ২০০৭-১০ এরমধ্যে। জার্সিতে ব্যাটিস্টে আনলিমিটেড, রেডিয়াম আনলিমিটেড ও হুই ইনভেস্টমেন্ট আনলিমিটেড নামে ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে প্রতিষ্ঠিত তিনটি কোম্পানি রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন