পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। বৃহস্পতিবার ভোরে আঘাত হানা ৫.৯ মাত্রার এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হারনাই জেলার ডেপুটি কমিশনার সুহাইল আনোয়ার হাশমি হতাহতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডন।
ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, কোয়েটায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে কিছু স্থাপনা ভেঙে পড়লে লোকজন হতাহতের ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়। এটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত। রয়টার্স বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসের আহমেদ নাসির বলেছেন, ভূমিকম্পে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের কেন্দ্রের ১৫ কিলোমিটারের মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন