ইনকিলাব ডেস্ক কাশ্মীরে বুরহান ওয়ানি নিহতের পর শুরু হওয়া দাঙ্গা ভারতের সবচেয়ে বড় ক্র্যাকডাউন বলে মনে করছে ওয়াশিংটন টাইমস। নিউইয়র্কের প্রসিদ্ধ এ পত্রিকাটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে কাশ্মীরে ভারতীয় সেনাদের নির্মম কর্মকা- তুলে ধরা হয়। পত্রিকাটি বলেছে, কয়েক মাস ধরেই কাশ্মীরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সেখানকার নাগরিকরা ভারতীয় সেনাদের নির্মম নির্যাতনের শিকার। এমনকি এই নির্মমতায় শিশুরাও রক্ষা পাচ্ছে না। ওয়াশিংটন টাইমসের মতে, কাশ্মীরে চলমান এ সংঘর্ষ ভারতের সবচেয়ে বড় ক্র্যাকডাউন। অতীতে এতবড় নির্মমতার শিকার হতে হয়নি কাশ্মীরিদের। চলমান এই সংঘর্ষে ভারতীয় সেনাদের হাতে এখন পর্যন্ত একশ’র বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সহ¯্রাধিক নাগরিক। ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে কাশ্মীরে হামলা নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীরবতারও সমালোচনা করা হয়। এক্সপ্রেস নিউজ উর্দু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন