ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের শানঝি প্রদেশ। এত বড় বন্যা এ এলাকার মানুষ গত দশ বছরে দেখেনি। ভয়াবহ এই বন্যার প্রভাব এতটাই বেশি ৫৫ হাজার মানুষ ঘরছাড়া। যে অঞ্চলে এই বন্যা হয়েছে তাতে অনেক কয়লার খনি, কেমিক্যাল প্লান্ট রয়েছে। সেসবের বেশিরভাগই পানির তলায়। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য এতই নজরকড়া বহু পর্যটক সেখানে আসেন। কিন্তু এখন শুধু পানি আর পানি। এই অঞ্চলের যত মেট্রো স্টেশন আছে, সেসবই ডুবে গিয়েছে পানির তলায়। গোদের ওপর বিষ ফোঁড়ার মত সেখানে এখনও রেকর্ড বৃষ্টিপাত হয়েই চলেছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বাড়ি ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের কাজটা কঠিন হয়ে পড়েছে দুর্গম অঞ্চলে।
লেভেল থ্রি এমার্জেন্সি জারি করা হয়েছে সেখানে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কবে থামবে তা এখনও সেখানকার আবহাওয়া দফতর বলতে পারছে না। চীনে বন্যা একটা বড় সমস্যা। এ বন্যার ভয়বহতা এতই বেশি যে প্রশাসন চিন্তায়। আপাতত চীনা প্রশাসন এ বন্যার উদ্ধারকাজে ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেলেছে। সূত্র : লেটেস্ট লি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন