শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অভিবাসী ঠেকাতে বেড়া নির্মাণের অর্থ চায় ইইউর ১২ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং চেক প্রজাতন্ত্রসহ ইউরোপীয় ইউনিয়নের পূর্বাংশের ১২টি দেশ অভিবাসীদের অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য সীমান্তে ব্যারিয়ার নির্মাণের দাবি করছে। বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর দ্বারা পোলিশ এবং লিথুয়ানিয়ান সীমান্তে পরিবহন করা শরণার্থীদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীদের শুক্রবারের বৈঠকের আগে ইউরোপীয় কমিশনকে চিঠিটি পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত আহবান অনুসারে, ইইউকে যৌথ বাজেট থেকে ব্যারিয়ার নির্মাণে অর্থায়ন করতে হবে। পোল্যান্ড এবং লিথুয়ানিয়া তাদের সীমান্তে ব্যারিয়ার তৈরি করতে শুরু করেছে। কারণ এর মধ্যেই বেলারুশ কর্তৃপক্ষ এই গ্রীষ্মে হাজারো শরণার্থীকে সেখানে পাঠাতে শুরু করেছে। এই কারণে, সেপ্টেম্বরের শুরু থেকে পোলিশ সীমান্তে জরুরি অবস্থা জারি রয়েছে এবং পোল্যান্ড আরো বেড়া তৈরির প্রস্তুতি নিচ্ছে। লুকাশেঙ্কো ইইউ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে শরণার্থীদের ব্যবহার করছে। লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আগনা বিলোটেইট বলেন, এই লিথুয়ানিয়া ও পুরো ইউরোপের জন্য একটি বড় আক্রমণ। শুক্রবারের সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আমরা অবৈথধ অভিবাসীদের ঠেকাতে আমাদের প্রচলিত আইনগুলোকে আরো শক্তিশালী করব।› যোগ করেন তিনি। একই সময় ইইউয়ের ১২ জন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যারিয়ার নির্মাণের সমর্থনে একটি পত্রে স্বাক্ষর করেন। ‹এটি একটি বৈধ ব্যবস্থা। এবং অগ্রাধিকার ভিত্তিতে ইইউ বাজেট থেকে পর্যাপ্ত অর্থায়ন করা উচিত›- লেখা হয় সেই পত্রে। মন্ত্রীরা স্মরণ করেন যে, শেনজেন এলাকার নিয়ম কোনোভাবেই নিয়ন্ত্রিত হয় না। যেখানে একটি দেশ কেবলমাত্র সীমান্ত চেকের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অসংখ্য মানুষের অবাধ আগমন রোধ করতে অক্ষম। অতএব, তারা প্রস্তাব দেয় যে ব্যারিয়ার নির্মাণ- যার উপর ইইউ দেশগুলোর বিভিন্ন মতামত রয়েছে। চেক, পোল্যান্ড এবং লিথুয়ানিয়া ছাড়াও, পত্রটি সেøাভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রিস, ডেনমার্ক, লাটভিয়া, এস্তোনিয়া এবং সাইপ্রাস দ্বারা স্বাক্ষরিত হয়। অন্যদিকে পশ্চিমা ইউরোপের বেশির ভাগ দেশ এ ধরনের পদক্ষেপের সমালোচনা করে। রেমিক্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন