শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তঃমহাদেশীয় তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান উদ্বেগের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো মস্কো। গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি সাবমেরিন থেকে রুশ বাহিনী পরমাণু বোমা বহনে সক্ষম একটি রকেট নিক্ষেপ করে। জাপানের উত্তরে অখস্তোক এলাকায় গিয়ে এটি আঘাত হানে। এরপর ব্যারেন্ট সাগরে অবস্থানরত সাবমেরিন থেকে একটি তোপোল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আর তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি দ্বীপ থেকে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশের সামরিক মহড়াকে বিশ্ববাসীর সামনে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। তবে এসব মহড়া কোনো উদ্বেগের কারণ নয়; বরং নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ। এদিকে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেছেন, সিরিয়ার বিদ্যমান সংঘাত পৃথিবীকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রক্সি যুদ্ধ অব্যাহত থাকলে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কার কথা জানান। আরটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন