ইনকিলাব ডেস্ক : ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে জাপান। গত বুধবার রাতে রাজধানী টোকিও’র ৫ লাখ ৮০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাহত হয় ট্রেন চলাচল ও সরকারি অফিসের কার্যক্রম। দুটি পাওয়ার ট্রান্সমিশন ক্যাবলে অগ্নিকা-ের ফলে এ বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত হয়। পরে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপে দ্রুত বিদ্যুৎ দ্রুত ফিরে আসে। টেলিভিশনের ফুটেজে টোকিও’র উত্তরে নিজা নগরীতে ওই কোম্পানি পরিচালিত ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রের ওপর ধোঁয়ার কু-লি উড়তে দেখা যায়। কর্মকর্তারা জানান, গত বুধবার রাতে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)-এর একটি বিদ্যুৎ উপকেন্দ্রের ওই দুই পাওয়ার ট্রান্সমিশন ক্যাবলে আগুন ধরে যায়। এ ঘটনায় টোকিও’র দু’টি রেললাইনও কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। দ্য জাপান টাইমস, এবিসি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন