শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেভার এগেইন ফ্যাসিজম স্লোগানে বিক্ষোভ রোমে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখা গেল ইতালির রাজধানী রোমে। শনিবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘নেভার এগেইন ফ্যাসিজম’ এই স্লোগানে দেশটির রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে ৫০ হাজার মানুষ। শ্রমিকদের পক্ষে এতে যোগ দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এবং পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মায়ো। কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক এবং গ্রিনপাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেনক্ষুব্ধ শ্রমিকরা। তারা বলছেন, এর মাধ্যমে নাগরিক অধিকার হরণ করছে সরকার। গেল সপ্তাহেই শ্রমিক ইউনিয়নের সদর দফতরে ভাঙচুর চালায় কট্টর ডানপন্থীরা। সরকার বিরোধী অবস্থান নেয়ায় তাদের হুমকি-হুঁশিয়ারিও দেয়। তারই প্রতিক্রিয়ায় ছিল রোমের বিশাল প্রতিবাদ সভা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল।
আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন