শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গরুর গোশত খেলে হরিয়ানায় না যাওয়ার পরামর্শ

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেছেন, যারা গরুর গোশত না খেয়ে বাঁচতে পারবে না, তাদের হরিয়ানায় আসার প্রয়োজন নেই। মন্ত্রীর মতে, রাজ্যে কঠোর গো-সংরক্ষণ আইন চালু থাকায় এ ধরনের লোকদের হরিয়ানায় আসা উচিত নয়। রাজ্য সরকার বিদেশিদের জন্য রাজ্যে গরুর গোশত খাওয়ার অনুমতি দেয়ার চিন্তা-ভাবনা করছে, বলে যে প্রচারণা হয়েছে এ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া তিনি বলেন, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার গত সোমবার এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, রাজ্যে গরুর গোশত খাওয়ার জন্য বিদেশিদের ক্ষেত্রে ছাড় দেয়ার কোনো পরিকল্পনা নেই। অনিল ভিজ গত বছর গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি করে সাফাই দিয়েছিলেন এবং এই ইস্যুতে অনলাইন সার্ভে শুরু করা হয়েছিল। হরিয়ানা বিধানসভায় গত বছর মার্চে গো-বংশ সংরক্ষণ এবং গো-সংবর্ধন বিল পাস হয় এবং গত নভেম্বরে তা চালু হয়। এ সংক্রান্ত আইনে হরিয়ানায় গরু পাচার, জবাই এবং গরুর গোশত খাওয়া নিষিদ্ধ। এজন্য তিন থেকে দশ বছর পর্যন্ত সাজার বিধান রাখা রয়েছে।
গত বছর অক্টোবরে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, মুসলিমরা ভারতে থাকতে পারে, কিন্তু তাদের গরুর গোশত খাওয়া ছেড়ে দিতে হবে। কারণ গরু ভারতে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। পরে অবশ্য সমালোচনার মুখে পড়ে এ ধরনের কথা বলেননি বলে দাবি করেন খাট্টার। তবে তারপরেই ওই পত্রিকা মনোহর খাট্টারের অডিও সাক্ষাৎকার প্রকাশ করে দেয়। এনডিটিভি, ডিএনএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন