যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে গত এক বছরে ১৭ লাখ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে। একই সময় অভিভাবক ছাড়া এক লাখ ৪৫ হাজার শিশুকে আটক করা হয়। এসব শিশুর মধ্যে শুক্রবার পর্যন্ত সরকারি হেফাজতে আটক ছিল ১১ হাজার শিশু। শনিবারর বিবিসি একথা জানায়। এর আগে ২০০০ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৬ লাখ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছিল। ২০২১ সালের আগে ওটি ছিল সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আটকের ঘটনা। মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে সীমান্তে কর্মরত এজেন্টরা ১৬০টি দেশ থেকে আসা মানুষদের আটক করে। পরে আটককৃতদের মধ্যে ১০ লাখের বেশি মানুষকে মেক্সিকো এবং অন্য দেশগুলোতে ফেরত পাঠানো হয়েছে। তারা আরো জানায়, একই সময় এজেন্টরা সীমান্ত থেকে অভিভাবক ছাড়া এক লাখ ৪৫ হাজার শিশুকে আটক করে। এসব শিশুর মধ্যে শুক্রবার পর্যন্ত সরকারি হেফাজতে আটক ছিল ১১ হাজার শিশু। এদিকে অভিবাসন নীতি নিয়ে মানবিক অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এই মাসের শুরুর দিকে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত জরিপে ৩৫ শতাংশ মার্কিন নাগরিক অভিবাসন নিয়ে প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অপর এক খবরে বলা হয়, ব্লগারসহ দুই পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও তিনজন। আহতদের মধ্যে দুজন জার্মানির এবং একজন নেদারল্যান্ডসের বাসিন্দা। মেক্সিকোর ক্যারাবিয়ান উপকূলের তুলুম শহরের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন অঞ্জলি রায়ত। দুই দিন আগেও তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন। তিনি ভারতের হিমাচল প্রদেশে জন্ম নেন। পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়ায় চলে যান। ট্রাভেল ব্লগার হিসেবে তিনি নাম নিবন্ধন করেছিলেন ওই রিসোর্টে। আরেকজন হলেন জার্মানির জেনিফার হ্যাঞ্জল্ড। তার বাড়ি কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে নাগরিকদের মেক্সিকো ভ্রমণে সতর্ক করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্দুকধারীরা দুটি মাদক দলের সদস্য। ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই জন নিহত হন। সরকারি হিসাব বলছে, চলতি বছর সেখানে সাড়ে আটশর বেশি মাদক সংক্রান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবিসি, এনবিসি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন