শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

টাইগ্রেতে বিমান হামলা জোরদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

টাইগ্রেতে দুদফা বিমান হামলা চালিয়েছে ইথিওপিয়া। এ অঞ্চলের বেশিরভাগের নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহীরা। তাদের লক্ষ্য করে গত এক সপ্তাহ ধরেই আকাশ থেকে হামলা জোরদার করেছে দেশটি। এরই অংশ হিসেবে রোববার মাই সেবরি নামক এলাকার একটি প্রশিক্ষণ ঘাটিতে বোমা ফেলা হয়। একইদিনে আদওয়া শহরে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফের একটি অস্ত্রাগারে হামলা চালানো হয়। সরকারের পক্ষ থেকে হামলার কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বতন্ত্রভাবে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে টিপিএলএফ মুখপাত্র গেটাচিউ রেডা জানিয়েছেন, একটি হাসপাতালের কাছে এই বিমান হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে বলে তিনি জানেন না। তবে আদওয়াতে কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি। সরকার এমনভাবে কথা বলে যেনো পুরো টাইগ্রে অঞ্চলজুড়েই প্রশিক্ষণ কেন্দ্র ছড়িয়ে আছে। আমাদের এতো প্রশিক্ষণ কেন্দ্র নেই। উল্লেখ্য, ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফ এর মধ্যে প্রায় এক বছর ধরে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন ২০ লাখের বেশি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন