শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় সংঘাত বন্ধে ফের আলোচনা শুরু

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় সংঘাত বন্ধে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। গতকাল শনিবার এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের শুরুতে সম্মত হওয়া একটি অস্ত্রবিরতি নিয়ে মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ওয়াশিংটন স্থগিত করার পর প্রথম বারের মত এ বৈঠক হচ্ছে। আলেপ্পোয় সহিংসতা জোরদারের প্রেক্ষাপটে লাওসানেতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং জাতিসংঘ ও আঞ্চলিক দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন। তবে আলোচনা শুরুর আগে লাভরভ শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থাকে যে কথা বলেছেন তাতে আলোচনার ফল নিয়ে আশা ক্ষীণ হয়ে এসেছে। তিনি বলেছেন, এবারে কূটনৈতিক প্রচেষ্টায় তিনি বিশেষ কিছু প্রত্যাশা করছেন না। এছাড়া ফ্রান্সের এক কূটনৈতিক সূত্রও বলেছে, এর আগের প্রচেষ্টাগুলোর ফলাফল আপনারা দেখেছেন। তাই খোলাখুলিভাবে বলছি, আমি এবারে আলোচনার ফল নিয়ে সন্দিহান। আল-জাজিরা, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন