শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইইডি হামলা প্রতিরোধে ভারতীয় সেনাদের দেয়া হচ্ছে জ্যামার

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাক সেনা ও কাশ্মীরিদের আইইডি হামলার আশঙ্কায় ভারতীয় সেনাদের দেয়া হচ্ছে পোর্টেবল জ্যামার। পাকিস্তানের সেনা ও কাশ্মীরের স্বাধীনতাকামীদের ব্যবহৃত রিমোট কন্ট্রোল দিয়ে একাধিক বিস্ফোরণ হওয়ার পর এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে অত্যাধুনিক পোর্টেবল জ্যামার। জানা গেছে, সেনাবাহিনীর টহলদার দলের একজন প্রথমে ওই বিশেষ জ্যামার নিয়ে এগিয়ে যাবে। যাতে শত্রুর বসানো আইইডিকে নিষ্ক্রিয় করা যায়। ওই জ্যামার ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ফ্রিকোয়েন্সি বা বেতার-তরঙ্গকে অকেজো করতে সক্ষম। তবে, নিজস্ব ব্যাটারি সমেত এক-একটি জ্যামারের ওজন প্রায় ৮০ কেজি। ফলে, যে সৈনিক তা বহন করবে, তার শারীরিক সক্ষমতাও তেমন হতে হবে। এমনই এক জওয়ান সুরিন্দর সিংহ (নাম পরিবর্তিত)। তিনি জানান, নিয়ন্ত্রণরেখায় হোক বা জঙ্গি-নিকেশ অভিযানই হোকÑ সেনার যে কোনো অভিযানে নিত্যসঙ্গী জ্যামার। নতুন জ্যামার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, দূর-নিয়ন্ত্রিত আইইডি থেকে রক্ষা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, জঙ্গি বা পাক সেনাদের পাতা আইইডি থেকে সেনার প্যাট্রলিং টিমের সুরক্ষার জন্য এই জ্যামার কাজে দেবে। অতীতে, শত্রুরা এমন বহু আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। তা রুখতেই এই ব্যবস্থা। জানা গেছে, সেনাবাহিনীর জন্য এই বিশেষ জ্যামারটি ডিজাইন করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সেনার সুরক্ষার পাশাপাশি, ভিভিআইপিদের সুরক্ষার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এই জ্যামার। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন