মার্ক জাকারবার্গের মূল প্রতিষ্ঠান ফেসবুক এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মেটা’। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো স্বতন্ত্র প্ল্যাটফর্মগুলোর কোন নাম পরিবর্তন হচ্ছে না। সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মূল প্রতিষ্ঠানের নাম বদল নিয়ে ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি দেখা গেছে। অনেকেই ধারণা করেন অ্যাপের নামই হয়তো বদলে ফেলা হয়েছে। নাম বদলের ঘোষণা আসার পর থেকেই এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান প্লাটফর্মটির ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নতুন নাম ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে ‘মেটা’ নামে ব্যবসায়িক সব কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সব অ্যাপসগুলোর নাম। মূলত একটি বড় রি-ব্র্যান্ডের অংশ হিসাবে ফেসবুক এতদিনের কর্পোরেট পরিবর্তন করে মেটা হয়েছে।
সম্প্রতি ফেসবুকের একজন কর্মচারী চাকরি ছাড়ার পর ওই কোম্পানি সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে। এরপর একের পর নেতিবাচক খবর প্রকাশ হতে থাকে। এমন পরিস্থিতির মধ্যেই ফেসবুকের নাম পরিবর্তনের বিষয়টি সবার নজর কেড়েছে।
এইচএম আসাদ রাজ লিখেছেন, ‘‘ফেসবুকের নাম ঠিক-ই থাকবে..ফেসবুক সহ ফেসবুকের মালিকানাধীন সব এপের রুট মালিকানা ছিলো ফেসবুক নিজেই..এখন রুট মালিকানা নাম পরিবর্তন হয়ে মেটাভার্স হইছে,,তবেফেসবুকের নাম চেঞ্জ হয়নি,,..কোম্পানি চেঞ্জ হইছে..।মনে করেন-- আপনার মোবাইল স্যামসাং যদি এখন বিক্রি করেন তাইলে মালিক বদল হইলো কিন্তু মোবাইল ঠিক-ই আছে..ঘটনা এভাবেই,,, হুদাই কেউ বিভ্রান্ত হবেন না।’’
এস এম সাইফুল ইসলাম লিখেছেন, ‘‘আমার মনে হয় ধ্বংসের খুব কাছাকাছি চলে আসছি, এই ফেসবুকে আমরা এক ধরণের আসক্ত হয়ে পড়েছি। ফেসবুকে আমাদের কত সময় চলে যাচ্ছে আমরা সে দিকে একটি বার ও খেয়াল করিনা, মূলত করেছিল ভালোর জন্য কিন্তু আমরা সেটাকে ভালো ভাবে নিতে পারছিনা আমরা সেটাকে খারাপ ভাবে ব্যবহার করছি আমাদের প্রচুর সময় এটার পিছনে ব্যয় হচ্ছে যেটা আমরা পরিবার অথবা অন্য কোন কাজে ব্যয় করলে আমাদের জীবন সুন্দর এবং সফল হবে বলে আমি মনে করি।’’
শুয়াইব আহমেদ রাজিক লিখেছেন, ‘‘জাকারবার্গ ঘোষণা দিলেন ফেইসবুক কোম্পানির নাম চেইঞ্জ হয়ে নতুন নাম হচ্ছে "মেটা"। এখন অনেকেই মনে করছেন আমরা যেই ফেইসবুক ইউজ করছি তার নামই পরিবর্তন হয়ে "মেটা" হচ্ছে। আসলে কিন্তু বিষয়টা তা না। ফেইসবুক, ইন্সটাগ্রাম, ম্যাসেইঞ্জার বা হোয়াটসঅ্যাপ হচ্ছে "ফেইসবুক ইনকর্পোরেশন" নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন কয়েকটি অ্যাপ। এই প্রতিষ্ঠানের নাম "ফেইসবুক ইনকর্পোরেশন" থেকে পরিবর্তিত হয়ে "মেটা" হতে যাচ্ছে, তবে তাদের কোন অ্যাপেরই নাম পরিবর্তণ হচ্ছে না। অর্থাৎ ফেইসবুক ফেইসবুকই থাকবে, ম্যাসেইঞ্জার থামবে ম্যাসেইঞ্জার বা ইন্সটাও ইন্সটা থাকছে। জাস্ট তাদের প্যারেন্ট কোম্পানির নাম চেইঞ্জ হয়ে "মেটা" হচ্ছে।’’
বেলি রহমানের মন্তব্য, ‘‘নামে কি বা আসে যায় --কাজে মোর পরিচয়.......শুনতে বা পড়তে আদৌ ভালো লাগছে না " মেটা " শব্দটা । ফেসবুক অনেক সুন্দর নাম ছিল।’’
শাহ ইমরান মজুমদার লিখেছেন, ‘‘ফেসবুকের কারনেই এখন দেশে-দেশে মানুষিক রোগ বৃদ্ধি পাচ্ছে, আর তাই জাকারবার্গ নাম পরিবর্তন করেছে meta,গ্রিক ভাষায় যার অর্থ দাড়ায় ""গন্ডি পেরিয়ে""। তাই সবাইকে ফেসবুক হতে সাবধান।’’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন