শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মেসিকে নিয়ে জাকারবার্গের পোস্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৩৮ এএম

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে পোস্ট করলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিইও মার্ক জাকারবার্গ।

ফ্রান্সকে হারিয়ে সদ্যই তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসি পেয়েছেন তার ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির ছোঁয়া। যার তিনটি ছবি তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেটি সর্বোচ্চ লাইকের নতুন রেকর্ড গড়েছে। আর এ বিষয়টিই নিজের পোস্টে জানিয়েছেন জাকারবার্গ।

মেটার সিইও লিখেন, ‘লিওনেল মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর তার হোয়াটসঅ্যাপে সেকেন্ডে ২৫ মিলিয়ন বার্তা আসছে।’

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগে অতিরিক্ত সময় শেষে ম্যাচে ছিল ৩-৩ সমতা। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়ল আর্জেন্টিনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন