মহামারীতে নতুন করে বিপর্যয়ে পড়েছে রাশিয়া। একদিনে দেশটিতে সর্বোচ্চ কোভিড শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী মস্কোয় জারি হয়েছে আংশিক লকডাউন। মস্কোয় শুধুমাত্র ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১১ দিন এই কড়াকড়ি বহাল থাকবে। তাছাড়া, রাশিয়াজুড়ে কর্তৃপক্ষ কর্মীদেরকে শনিবার থেকে ৯ দিনের ছুটি দিয়ে দিয়েছে। ভাইরাস সংক্রমণ কমানোর চেষ্টায় নেওয়া হয়েছে এ ব্যবস্থা। বিবিসি জানায়, রাশিয়ায় গত ২৪ ঘন্টায় কোভিডে রেকর্ড ১,১৫৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবমতে, একইসময়ে রাশিয়ার ৮৫ টি অঞ্চলে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে রেকর্ড ৪০,০৯৬ জনের। রাশিয়ায় সর্বশেষ বড় ধরনের লকডাউন দেওয়া হয়েছিল গতবছর মে-জুনে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ২৩০,০০০ জনেরও বেশি। এ সংখ্যা ইউরোপের দেশগুলোতে কোভিডে আক্রান্তের মোট সংখ্যার চেয়ে বেশি। গত অক্টোবরে অবশ্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট এর হিসাবে বলা হয়েছিল, দেশে কোভিডে মৃতের সংখ্যা ৪০০,০০০ লাখের ওপরে। এ সংখ্যা রাশিয়ার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। রাশিয়ায় জনগণের পূর্ণ ডোজ কোভিড টিকা নেওয়ার হার কম। ২৩ অক্টোবর নাগাদ দেশটিতে টিকা নেওয়া মানুষের হার ছিল ৩২.৮%। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন