শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবহাওয়া ‘ধ্বংসে’ অর্থ না ঢালতে ব্যাংকগুলোকে আহ্বান গ্রেটার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

জাতিসংঘের কপ২৬ আবহাওয়া সম্মেলনের আগে দিয়ে আবহাওয়া ধ্বংসের পেছনে অর্থ না ঢালতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছেন গ্রেটা থুনবার্গ। অর্থনৈতিক ব্যবস্থাপনায় জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোতে তহবিল সহায়তা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হতে লন্ডনে অবস্থান করছেন সুইডিশ এই কিশোরী আবহাওয়াকর্মী। বিবিসি’র এন্ড্রু মার শো তে গ্রেটা বলেন, “রাজনীতিবিদদের ওপর চাপ প্রয়োগ করা হতে থাকলে আবহাওয়া সম্মেলনে পরিবর্তন আসা সম্ভব।” রোববারেই স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হচ্ছে কপ২৬ আবহাওয়া সম্মেলন। সে উপলক্ষে বিশ্ব নেতারা সেখানে সমবেত হওয়ার মধ্যেই আবহাওয়াকর্মীরা জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোতে বিনিয়োগের বিরোধিতা করে বিক্ষোভের আয়োজন করেছে। শুক্রবার নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো এবং নাইরোবিসহ বিশ্বজুড়েই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ হয়েছে। এর ধারাবাহিকতায় লন্ডনেও বিক্ষোভ হচ্ছে। আবহাওয়া কর্মীরা কয়লা, গ্যাস এবং তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা বিভিন্ন কোম্পানি এবং প্রকল্পে ঋণ না দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আহ্বান জানাচ্ছে। সম্মেলনের এই সময়ে বিক্ষোভে অংশ নিতে গ্লাসগো সফরে যাওয়ার বিষয়টি এ সপ্তাহেই নিশ্চিত করে জানিয়েছিলেন গ্রেটা। তবে সম্মেলনে তাকে বক্তব্য রাখতে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গ্রেটা জানান, “আমি জানি না। সেটি একেবারেই স্পষ্ট নয়। আনুষ্ঠানিক আমন্ত্রণের মতো কিছু নেই।” বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন