শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিলারির বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে এবার সুস্থতার অভিযোগ নিয়ে মাঠে নামলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যুক্তির ভা-ার যখন শূন্যে এবং হিলারির বিরুদ্ধে কিছুই যখন আর বলে কূল পাচ্ছেন না তখন হিলারির স্বাস্থ্যকেই ইস্যু বানিয়ে এবার তাকে ঘায়েল করার চেষ্টা করছেন ট্রাম্প। তার ভাষায় হিলারির নাকি দম ফুরিয়ে গেছে এবং তিনি নাকি কোনো মাধ্যম ছাড়া নিঃশ্বাস নিতে পারেন না। ওষুধ (ড্রাগ) নিয়ে তাকে দম নিতে হয়। বিতর্কের আগে তিনি এসব ওষুধ খান। তিনি ওষুধগুলোর নাম প্রকাশ করতে পরীক্ষার দাবি করেন। নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে নিউ হ্যাম্পশায়ারে অবস্থান করছেন। সেখানকার নির্বাচনী র‌্যালিগুলোতে ট্রাম্প বলেন, এবারের নির্বাচনের কারচুপি করে তাকে হারিয়ে দেয়া হতে পারে। দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম আমার পেছনে লেগেছে। এরপর তিনি বলেন, আমার সঙ্গে শেষ বিতর্কে হিলারি পাম্পপিং করে এক ধরনের ওষুধ নেন। বিতর্কের শেষে সেই ওষুধের প্রভাব কমে গেলে কোনোমতে তাকে গাড়িতে তোলা হয়। কি ওষুধ খেয়ে তিনি আমার সঙ্গে বিতর্ক করছেন তার পরীক্ষা করে বলা হোক। তিনি বলেন, হিলারির দমে ঘাটতি আছে। প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব পালনে অক্ষম। হিলারির ডাকনাম হচ্ছে ক্রুকড হিলারি। তিনি প্রেসিডেন্ট হলে তাকে জেলে দেয়া হবে। বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়, এখানেই শেষ নয়, লাগামহীন কথাবার্তার জন্য নিন্দিত ট্রাম্প আরো কড়া শব্দ ব্যবহার করে অভিযোগ তুলছেন হিলারির বিরুদ্ধে। গত শনিবার তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে হিলারি কোনো মাদক বা মাদকজাতীয় ওষুধ সেবন করেছিলেন। বিবিসি, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন