বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফুল ফুটলেই লাশপচা দুর্গন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

কর্পস ফ্লাওয়ার। এর বাংলা করলে দাঁড়ায় ‘শব পুষ্প’। বিশ্বের অন্যতম বড় ফুল এটি। তবে সাধারণত ফুল সুগন্ধের জন্য পরিচিত হলেও এই ফুল ফুটলে ছোটে ভয়ানক লাশ পচা দুর্গন্ধ। প্রায় ২৫ বছর পর সম্প্রতি নেদারল্যান্ডসের বোটানিক্যাল গার্ডেনে ফুলটি ফুটেছে বলে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে। মানুষের কাছে এ ফুলের দুর্গন্ধ অসহনীয় হলেও কীটপতঙ্গের কাছে কিন্তু লোভনীয়। এ দুর্গন্ধের টানে নানা প্রজাতির কীটপতঙ্গ উড়ে এসে বসে ফুলটিতে। বেগুনি ও কমলার মিশেলের এ ফুলের বৈজ্ঞানিক নাম টাইটান অ্যারাম (অ্যামোরোফোফ্যালাস টাইটানাম)। তবে আকার ও আকৃতির জন্য এই ফুলের আর এক নাম ‘পেনিস প্ল্যান্ট’। প্রস্ফুটিত এই ফুল দেখতে অনেকটা পুরুষাঙ্গ মতো। তাই একে পেনিস প্ল্যান্টও বলা হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রায় ফুলটি প্রথম দেখা যায়। এরপর এটি প্রায় বিলুপ্ত হতে বসে। পরে বিভিন্ন দেশের অনেক উদ্যানে এ ফুলের চাষ শুরু হয়। একটি গাছে ফুল ধরতে প্রায় ১০ বছর লাগে। এতদিন অপেক্ষার পর একটি ফুল ফুটলে এক দিনেই তা মিলিয়ে যেতে শুরু করে। ফক্স, সিএনবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন