ইনকিলাব ডেস্ক : সউদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ইরানের সাথে এখনও সুসম্পর্ক তৈরি করার সময় আছে। যদি তারা প্রতিবেশীসুলভ নীতি অনুসরন করে সেই সাথে যদি তারা পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে। এখনো তাদের নীতি পরিবর্তন করার সময় আছে। আদেল আল জুবাইর, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এর সাথে জিসিসি বিষয়ক সম্মেলনের এক বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি এ সময় ইরান কে, উস্কানি দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর ভিতর ওইসব দেশের নাগরিকদের মাঝে উত্তেজনা ও বিদ্রোহ কে ছড়িয়ে না দেয়ার জন্য অনুরোধ করেন। মূলত এই বৈঠকে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বর্তমান অবস্থা ও ইরানের অপ্রতিবেশীসুলভ ভূমিকার বিষয়টিকে তুলে ধরা হয়। এছাড়াও এই বৈঠকে জিসিসি এ বিষয়ে বিভন্ন কর্মসূচি সম্বন্ধে আলোচনা হয়। এবং সেই সাথে জিসিসিভুক্ত দেশগুলোর ভিতর মুক্তবাণিজ্য নীতি চালু করার বিষয়টিকে গ্রহণযোগ্যতা দেওয়ার ব্যাপারে বিশেষ আলোচনা হয়। আল আরাবিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন