শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক বছর পেছাচ্ছে থাই রাজার অভিষেক

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের ভাবি রাজা মাহা ভাজিরালংকর্ন তার রাজ্যাভিষেক অন্তত এক বছর পিছিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। গত বৃহস্পতিবার থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যু হয়। বাবার মৃত্যুর শোক পালন করতে আরো সময় চান ক্রাউন প্রিন্স ভাজিরালংকর্ন। বিবিসির খবরে বলা হয়, এ সময় সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দা রাজপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। গত শনিবার টেলিভিশনে এক ভাষণে থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চান-ওচা সিংহাসনের উত্তরাধিকার নিয়ে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্রাউন প্রিন্স জনগণকে দেশের প্রশাসন এমনকি সিংহাসনের উত্তরাধিকার নিয়ে বিভ্রান্ত বা চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন সবাই শোকগ্রস্ত। আমিও শোকের মধ্যে আছি। তাই সবপক্ষের শোকের এই সময় পার না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। ভাজিরালংকর্নই যে রাজা হচ্ছেন সে বিষয়ে আবারো নিশ্চিত করেছেন প্রায়ুথ। বিশ্বে সবচেয়ে দীর্ঘসময় ধরে রাজত্ব পরিচালনাকারী প্রয়াত রাজা ভূমিবল থাইল্যান্ডের নাগরিকদের কাছে অত্যন্ত সম্মানিত এবং অভিভাবকতুল্য ছিলেন। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী রাজা রাজনীতির ঊর্ধেŸ হলেও দেশটির রাজনীতির অনেক সংকটময় পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় দেখা গেছে রাজা ভূমিবলকে। কিন্তু ভাবি রাজা ভাজিরালংকর্নের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন জেনারেল প্রায়ুথ চান ওচা। আগামী বছর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন