শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অনশনকারী বন্দীর বিজয়, ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৪:৩১ পিএম

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অনশনরত বন্দী মিকদাদ আল-কাওয়াসমেহ শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। তিনি ইসরাইলের কারাগারে বিনা বিচারে আটক থাকার প্রতিবাদে অনশন পালন করে আসছিলেন এবং এজন্য তিনি ১১৩ দিন কোনো খাবার গ্রহণ করেন নি।

তার এই কঠোর প্রতিবাদের কাছে হার মেনেছে ইহুদিবাদী ইসরাইল। ইজরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে রাজি হয়েছে এবং ইসরাইলি কর্তৃপক্ষের এই সম্মতির পর তিনি অনশন ভেঙেছেন। আগামী ফেব্রুয়ারি মাসে মিকদাদ কাওয়াসমে কারাগার থেকে মুক্তি পাবেন।

মিকদাদের মুক্তির ব্যাপারে হামাসের বন্দি বিষয়ক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষের আলোচনার পর এ বিষয়ে চুক্তি হয়।

হামাসের বন্দি বিষয়ক কার্যালয়ের পরিচালক নাহিদ আল- ফাখুরি জানান, চুক্তির আগে হামাসের বন্দি বিষয়ক সর্বোচ্চ কমিটির কর্মকর্তা সালামা আল কাতাভি এবং মূসাভ আবু শাখাইদাম মিকদাদের সঙ্গে ইসরাইলের কারাগারে সাক্ষাৎ করেন।

বুধবার মিকদাদের আইনজীবী জানিয়েছিলেন যে, তার মক্কেল এতটাই দুর্বল হয়েছেন যে, তিনি হুইলচেয়ারে করেও চলাফেরা করতে পারছেন না।

সূত্র: পার্সটুডে

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন