শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লেপে লাল কাপড় কেন?

মো. ইব্রাহিম শেখ, খাগড়াছড়ি থেকে | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

মৌসুম আসার আগেই শীত অনুভূত হওয়ায় লেপ-তোষক বানানোর ধুম পড়েছে। তবে শীত আসার আগেই লেপ-তোষকের দোকান ছেয়ে যায় লাল আভায়। লেপ মানেই তুলায় মোড়ানো লাল কাপড়! প্রশ্ন হচ্ছে বেশিরভাগ লেপে কেন লাল কাপড় ব্যবহার করা হয়?

এক সময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নাম ছিল সর্বত্র। লম্বা আঁশের কার্পাস তুলাকে বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকানোর পর ভরা হতো মোলায়েম সিল্ক এবং মখমলের মাঝখানে। সেই মখমলের রঙ ছিল লাল। সুগন্ধের জন্যে দেওয়া হতো আতর। এখন অবশ্য উচ্চমূল্যের কারণে মখমলের কাপড় ব্যবহার হয় না।
বাংলা, বিহার, ওড়িষ্যাসহ অভিবক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খানের আমল থেকেই রীতি অনুযায়ী লাল মখমলের কাপড় ব্যবহার করে লেপ সেলাই করা হতো। এরপর মুর্শিদকুলি খানের জামাত নবাব সুজাউদ্দিন মখমলের পরিবর্তে সিল্ক কাপড় ব্যবহার শুরু করেন। তবে রঙের কোনো পরিবর্তন আসেনি। মখমল ও সিল্ক কাপড়ের মূল্য জনসাধারণের হাতের নাগালে না থাকার কারণে, পরবর্তীতে সাধারণ কাপড় ব্যবহারের চল শুরু হয়। আর কাপড়ের রঙ লালই থেকে যায়।

লেপ-তোষকের ব্যবসায়ীরা জানান, লেপে এই রীতি ও রঙের ব্যবহার নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকে লাল কাপড়ে লেপ বানানোর রীতি চলে আসছে। এছাড়া লেপ কখনো ধোয়া যায় না। আর লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম দেখা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
নিলিমা জাহান তনুশ্রী ১৪ নভেম্বর, ২০২১, ১২:৪১ এএম says : 0
· শেষ পর্যন্ত এই নিউজ
Total Reply(0)
RA Sel ১৪ নভেম্বর, ২০২১, ১২:৪২ এএম says : 0
Thank you for the information .
Total Reply(0)
Sa Ki B ১৪ নভেম্বর, ২০২১, ১২:৪২ এএম says : 0
রঙিন কাপড় তাপ বা আলো বেশি শোষণ করে, এটাও কারন হতে পারে
Total Reply(0)
Riyad Ahmed Ovi ১৪ নভেম্বর, ২০২১, ১২:৪৩ এএম says : 0
লেপের এত কাহিনি আগে জানতাম না
Total Reply(0)
mohammad saymozzaman ১৪ নভেম্বর, ২০২১, ২:১৯ এএম says : 0
you are requested not to publish such type of light weight news.it may decrease its popularity in readers forum.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন