উত্তর : যদি জবেহ এর পর তার দু’টি বা তিনটি বড় রগ থেকে প্রবাহিত অধিকাংশ রক্ত চলে যাওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই কোরবানী সহীহ হয় না এবং জবাইকৃত পশুও হালাল হয় না। এজন্য জবেহ মাসআলাও শিখতে হয়। আপনার প্রশ্নের গরুটি যদি জবেহ এর পর মরে থাকে তাহলে হালাল, আর যদি গলা চেপে ধরায় শ্বাসরুদ্ধ হয়ে মরে থাকে, তাহলে হারাম। কিন্তু যদি গলা চেয়ে ধরায় শ্বাসরুদ্ধ হয়ে নয় বরং জবেহ এর ফলেই মরে থাকে, তাহলেও এটি খাওয়া সন্দেহযুক্ত হয়ে গেছে। কারণ, প্রবাহিত রক্ত আটকে রাখলে সে গোশত অবস্থাভেদে মাকরুহ, অবস্থাভেদে হারাম হয়ে যায়। সন্দেহজনক হলেও তা বর্জন করা উচিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন