রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার জার্মানিতেও মিলল করোনার নতুন ধরন, শনাক্তের রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৬:২৬ পিএম

এবার জার্মানির বার্লিনে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনের ভাইরাসের অস্তিত্ব মিলেছে। যা কিছুটা আতঙ্ক ছড়াচ্ছে জার্মানদের মধ্যে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। পাশাপাশি গুরুতর করোনা রোগীর সংখ্যাও বেড়েছে জার্মানিতে। অনেক রোগীকে আইসিইউর জন্য দেশটির এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে জার্মানিতে ৭৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে গত এক দিনে করোনায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, বার্লিনে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে। শিগগিরই এ নিয়ে ঘোষণা দেবে জার্মানি।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেন, দনতুন ধরনে আমরা উদ্বিগ্ন। এর জন্য আমরা কাজ করছি।'
জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে শুধু জার্মানদেরই দেশে আসতে দেওয়া হবে। আর এটি শুক্রবার রাত থেকেই কার্যকর হবে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা পূর্ণ ভ্যাকসিন নেওয়া জার্মান নাগরিকদেরও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন