শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সবুজ চোখের সেই আফগান শরণার্থী এখন ইতালিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ১২:১৩ এএম

কয়েক দশক আগে ন্যাশনাল জিওগ্রাফির কাভার হয়ে বিশ্ব জুড়ে পরিচিতি পাওয়া সবুজ চোখের আফগান শরণার্থী শরবত গুলা ইতালি পৌঁছেছেন। বৃহস্পতিবার ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগান নাগরিক শরবত গুলা রোমে পৌঁছেছেন।’ তবে তার পৌঁছানোর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। রোম জানিয়েছে, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ত্যাগে ইচ্ছুক নাগরিকদের সরাতে কাজ করে যাওয়া একটি অলাভজনক সংস্থার আবেদনে সাড়া দিয়ে তারা শরবত গুলাকে সরিয়ে নিয়েছে। ১৯৮০’র দশকে মার্কিন ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি পাকিস্তানের এক শরণার্থী শিবিরে কিশোরী শরবত গুলার ছবি তোলেন। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে সেই ছবি প্রকাশ হলে বিশ্বের সবচেয়ে পরিচিত আফগান শরণার্থী হয়ে ওঠেন গুলা।

শরবত গুলা জানান ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের চার-পাঁচ বছর পর তিনি এতিম হিসেবে পাকিস্তানে পৌঁছান। লাখ লাখ আফগান শরণার্থী তখন পাকিস্তানে আশ্রয় নেয়। জাল পরিচয়পত্র নিয়ে পাকিস্তানে বসবাসের অভিযোগে ২০১৬ সালে শরবত গুলাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। সেপ্টেম্বরের শুরুতে রোম জানায়, আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর তারা ৫ হাজার আফগান নাগরিককে দেশটি থেকে সরিয়ে নিয়েছে। এই মাসের শুরুতে আফগানিস্তানের প্রথম নারী প্রসিকিউটর মারিয়া বশিরের নাগরিকত্বের আবেদন মঞ্জুর করে ইতালি। গত ৯ সেপ্টেম্বর তিনি ইতালি পৌঁছান। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন