ইহুদিবাদী ইসরাইল এবং জর্ডানের মধ্যে পানি ও বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্ডানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার আয়োজিত এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে জর্ডান ও ইসরাইলের মধ্যে এযাবতকালের সবচেয়ে বড় চুক্তি। ২৭ বছর আগে জর্দান এবং ইহুদিবাদী ইসরাইল শান্তি চুক্তি সই করেছিল। নতুন চুক্তির আওতায় জর্দান ইসরাইলকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে, ইসরাইল থেকে পাবে ২০ কোটি ঘণমিটার লবণাক্ত মুক্ত পানি। জর্ডান যে বিদ্যুৎ সরবরাহ করবে সে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির বিরুদ্ধে জর্দানের লোকজন আম্মানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়ে বলেছেন, সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে অথচ প্রতিদিন ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখ- দখল করছে। এছাড়া, বিরোধীরা বলছেন, এই চুক্তির ফলে জর্ডান ইহুদিবাদী ইসরাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাদের বক্তব্য হচ্ছে- সরকারের উচিত ইসরাইলের ওপর নির্ভরশীল না হয়ে পানি সমস্যার প্রকৃত সমাধান করা। বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, আমাদের যেমন বসবাসের অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদেরও বসবাসের অধিকার রয়েছে। ইসরাইল-ফিলিস্তিনি ইস্যুতে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করি। আল-জাজিরা, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন