শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা ফিলিপাইনের

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছেদের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমা নিয়ে তৈরি হওয়া সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধানে রাজি হয়েছেন। গতকাল বেইজিংয়ের গ্রেট হলে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন তিনি।
দুতার্তে বর্তমান চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছে। ইতিমধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিংসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।  দুতার্তে এবং শি জিন পিংয়ের মধ্যকার বৈঠকে বেশকিছু সহযোগিতা চুক্তি সই হয়েছে। ফিলিপাইনের বাণিজ্যমন্ত্রী র‌্যামন লোপেজ জানিয়েছেন, এই সফরে চীনের সঙ্গে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছেন দুতার্তে। গতকাল দুতার্তে বলেন, ‘এই ভেন্যুতে আমি যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্নতার ঘোষণা দিচ্ছি। কেবল সামরিক নয়, অর্থনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতাও। আমেরিকা পরাজিত হয়েছে।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাদের আদর্শের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমি পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায়ও যেতে পারি। আমি তাকে বলব চীন, ফিলিপাইন ও রাশিয়া আমরা এই তিন দেশ বিশ্বের বিরুদ্ধে।’
সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্কের অবনতি ঘটে। ফিলিপাইনের প্রেসিডেন্ট গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলেও সম্বোধন করেছিলেন। এমনকি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাৎসরিক সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছেন। সূত্র : ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন