রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইনে হাইমার আঘাতে নিহত ১২

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে টাইফুন হাইমার আঘাতে ১২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী ম্যানিলায় দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, তারা হাইমার আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন। তবে দেশটির উত্তরের প্রদেশগুলোতে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন করডিল্লেরা অঞ্চলের বাসিন্দা। প্রাদেশিক গভর্নর ম্যানুয়েল মাম্বা জানিয়েছেন, গত বুধবার ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতি নিয়ে কাগায়ান এলাকায় আঘাত হানে সুপার টাইফুন হাইমার। প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের ৫০ থেকে ৬০ হাজার হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা টাইফুন হাইয়ানের উল্লেখ করে তিনি বলেন, মনে হচ্ছিল আরেকটি ইয়োলান্ডা আঘাত হেনেছে। প্রসঙ্গত, হাইয়ানের আঘাতে ওই সময় ৬ হাজার লোকের প্রাণহানি হয়েছিল। এদিকে টাইফুনটির গতিপথ পরিবর্তিত হয়ে হংকংয়ের দিকে যাচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। টাইফুন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, হাইমা হংকংয়ের কাছাকাছি অবস্থান নিতে পারে। এটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে হংকং উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন