শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদী আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলার পেলো পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৮:০৫ পিএম

সউদী আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ পেয়েছে পাকিস্তান। শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ এশিয়ার দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে তারল্য সংকট এবং মুদ্রার অবমূল্যায়নসহ ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।

উপদেষ্টা শওকত তারিন এক টুইটে বলেছেন, ‘সদয় দৃষ্টির জন্য আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সউদী আরবকে ধন্যবাদ জানাতে চাই।’
রয়টার্স জানিয়েছে, ঋণ প্যাকেজের শর্তের আওতায় পাকিস্তানকে ৪ শতাংশ সুদে এক বছরের জন্য ৩০০ কোটি ডলার দিয়েছে সউদী।

২০১৮ সালের শেষ দিকে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল সউদী আরব। এছাড়া দেশটিকে ৩২০ কোটি ডলার বাকিতে তেল কেনার সুযোগ দেয় সউদী। কিন্তু কাশ্মীর ইস্যুতে রিয়াদকে চাপ দিলে সউদী আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এর জেরে সউদী আরব ঋণের অর্থ সময়ের আগেই ফেরত দাবি করে। বাধ্য হয়ে ২০২০ সালে সেই অর্থ ফেরত দেয় পাকিস্তান। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন