শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রিয়ায় হিমবাস ধসে নিহত ৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ২:১৬ পিএম

অস্ট্রিয়ার সালজবার্গ অঞ্চলে হিমবাহ ধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার অস্ট্রিয়া রেড ক্রসের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
রেডক্রসের মুখপাত্র অ্যান্টন শিলচার বার্তা সংস্থা এপিকে বলেন, শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটের পর লুঙ্গাউ জেলায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৮০০ ফুট ওপরে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ক্রিস্টোফ উইডল বলেন, হিমবাহ ধসের পর আটজন বরফের ৪ দশমিক ৫ মিটার নিচে চাপা পড়েছিল। এদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
আহতদের টামসওয়েগ শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতরা স্কিং করতে সালজবার্গ অঞ্চলে গিয়েছিল বলে অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় অস্ট্রিয়ায় গড়ে ২০ জন হিমবাহ ধসে নিহত হন। সূত্র : এএফপি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন