বিরল রোগের কারণে দিনে ৭০ বার বমি করেন লিয়ান উইলিয়াম নামে এক নারী। যুক্তরাজ্যের বোল্টনের ৩৯ বছর বয়সি এই নারী গ্যাস্ট্রোপেরেসিস নামে এক বিরল রোগে আক্রান্ত হয়ে এমন অবস্থার শিকার হন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে এই বিরল রোগে আক্রান্ত হন ওই নারী। গ্যাস্ট্রোপেরেসিস হচ্ছে এমন একটি অবস্থা, যেখানে পেট স্বাভাবিকভাবে খালি না হতে পেরে ব্যক্তিকে বমি বমি ভাব ও ব্যথাসহ অসুস্থ করে তোলে। আর এ কারণেই দিনে ৭০ বার পর্যন্ত বমি করার বিরল অবস্থার শিকার হন ওই নারী। বিরল এ সমস্যাটি মোকাবিলা করতে এবং খাওয়ার পর পেটকে উদ্দীপিত করতে পেটে একটি গ্যাস্ট্রিক পেসমেকার লাগানো হয়েছিল ওই নারীর। বিরল এ রোগটি প্রতি এক লাখ মানুষের মধ্যে একজনের হতে পারে। এই ব্যাধিতে পেশি ও স্নায়ুগুলো স্বাভাবিকভাবে কাজ করে না, হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং পেট খালি করা কঠিন করে তোলে। ফলে খাবার খাওয়ার পর তা পরিপাকতন্ত্রে থেকে যায়। আর এর ফলে বমি বমি ভাব, বমি ও পেটেব্যথা হয়। গ্যাস্ট্রোপেরেসিস রোগের কারণগুলো কী সেই সম্পর্কে এখনও কোনো সঠিক কারণ জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে, টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা একটি ঝুঁকির কারণ হতে পারে। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন