শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চেহারার মিলে ৭২ ঘণ্টায় ৫ বার গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০৪ এএম

আইনি মারপ্যাঁচে না হলেও একটা অপরাধ অবশ্য তার আছে। তা হলো, জেল থেকে পালানো আসামির সঙ্গে তার চেহারার মিল। আর এই মিলই কাল হলো তার। এ জন্য বারবার পুলিশের খপ্পরে পড়তে হয়েছে তাকে। চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের বাইচেঙে এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, চলতি বছরের ১৮ অক্টোবর কারাগার থেকে ঝু জিয়ানঝিয়ান নামে এক কয়েদি পালিয়ে যান। ওই কয়েদিকে ধরিয়ে দিতে পুলিশ প্রথমে দেড় লাখ ইউয়ান ও পরবর্তীতে ৭ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাঢ় নীল জ্যাকেট পরা এই যুবকের চেহারার আদল একদম ওই কয়েদির মতো। এমনকি তাদের চুলের স্টাইলও এক। আর চেহারার এই মিলই কাল হলো তার। পুরস্কারের লোভে মানুষ পুলিশের কাছে ওই যুবকের খবর পৌঁছে দেয় কৌতুহলী জনতা। ফলে কোনো অপরাধ না করেই বারবার পুলিশের খপ্পরে পড়েন তিনি। এদিকে চীনের মাইকো ব্লগিং সাইট ওয়েবোতে নেটিজেনরা ওই যুবকের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, তার নিজের পরিচয় সঙ্গে নিয়ে ঘোরা উচিত। চীনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝু জিয়ানঝিয়ানকে কারাদ- দেন জিলিনের একটি আদালত। ২০১৩ সালে উত্তর কোরিয়ায় ডাকাতি করে চীনে পালিয়ে আসেন তিনি। ২০১৩ সালেই তাকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল। গ্লোবাল টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন