ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের সীমান্তবর্তী ফরাসি শহর ক্যালের শরণার্থী শিবিরটি বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। জাঙ্গল ক্যাম্প নামে পরিচিত এ শিবিরটি আজ সোমবার থেকে উচ্ছেদ শুরু করার ঘোষণা দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এই ক্যাম্প সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় উচ্ছেদ শুরুর ঘোষণা দেয়া হয়েছে। গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা বাস করছে সেখানে। এদের অনেকের প্রধান উদ্দেশ্য সীমান্ত অতিক্রম করে ব্রিটেনে প্রবেশ করা। ওই ক্যাম্পগুলোয় সাত হাজারের বেশি মানুষ মানবেতরভাবে রয়েছে, যাদের অনেকেই জোর করে বা গোপনে ট্রাকে করে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে।দাতব্য সংস্থাগুলো বলছে, এই ক্যাম্পে দশ হাজারের বেশি বাসিন্দা রয়েছে। ক্যালের এই ক্যাম্পটিকে বর্ণনা করা হতো, শরণার্থী সমস্যা সামলাতে ইউরোপের ব্যর্থতার একটি উদাহরণ হিসেবে। ফরাসি সরকার সেপ্টেম্বরে জানিয়েছিল, ক্যাম্প উচ্ছেদের কার্যক্রমে কোন বাধা এলে তখন পুলিশ হস্তক্ষেপ করবে। এর আগে এ বছরের শুরুর দিকে এই ক্যাম্পের আরেকটি অংশ উচ্ছেদ করা হয়। বিবিসি, গার্ডিয়ান, এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন