ইনকিলাব ডেস্ক : মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদ- দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১২ সালে মিশরে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের হত্যার দায়ে মুরসির বিরুদ্ধে এটাই প্রথম চূড়ান্ত রায়। গত শনিবার দেশটির বিচার বিভাগীয় একটি সূত্র বার্তা সংস্থাকে মুরসির বিরুদ্ধে এই সাজার বিষয়টি নিশ্চিত করেছে। মুরসি মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। তবে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো কাতারে গোপন তথ্য পাচার, মিশরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ফিলিস্তিনি কট্টরপন্থী সংগঠন হামাসের সঙ্গে ষড়যন্ত্র এবং ২০১১ সালে হোসনি মোবারকবিরোধী অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে বন্দীদের পালিয়ে যাওয়ার সঙ্গে সম্পৃক্ততা। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন