বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মির সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্যের মৃত্যু

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিএসএফ সদস্য মারা গেছেন। ২৬ বছর বয়সী ওই বিএসএফ সদস্যের নাম গুরনাম সিং। কাশ্মিরের কঠুয়া জেলার সীমান্তে ভারত-পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গত শুক্রবার ব্যাপক গোলাগুলি হয়। এ সময় গুরনাম সিং ওই সীমান্তে টহলরত ছিলেন। সেখানে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে গুরনাম মৃত্যুবরণ করেন। ভারতের দাবি, পাকিস্তানের পক্ষ থেকে স্নাইপার দিয়ে গুরনামকে গুলি করা হয় এবং পরে ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি রেঞ্জার এবং এক জঙ্গি নিহত হয়। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন