ইনকিলাব ডেস্ক : বেলজিয়ামে একটি শপিংমলে কালাশনিকভ রাইফেল হাতে এক ব্যক্তির গুলিবর্ষণের পর সেটি খালি করে দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় সময় গত শনিবার সকালে রাজধানী ব্রাসেলস থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে চেটলিনাউর শহরের কোরা শপিংমলে এ ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলগা-র প্রতিবেদনে বলা হয়, ডাকাতির উদ্দেশ্যে হামলাকারীরা কোরা শপিংমলে গুলিবর্ষণের পর পুলিশ প্রহরায় মলে থাকা ক্রেতাদের বাইরে বের করে আনা হয়েছে। হামলাকারীর সংখ্যা নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে বিভিন্ন রকম তথ্য এসেছে বলে জানানো হয়েছে। পুলিশ কমিশনারের বরাত দিয়ে আরটিএল নিউজ জানায়, মলের ভেতর বেশ কয়েকজন বন্দুকধারী রয়েছে। স্থানীয় পত্রিকা লা গ্যাজেট তিন জন হামলাকারীর কথা বলেছে। শহরের মেয়র ড্যানিয়েল ভানডারলিক বলেন, একটি কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান তিনি। ঘটনার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে কী না সে বিষয়ে পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলেনি। রয়টার্স।
মন্তব্য করুন