ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ট্রাম্পকে হুমকি বলে উল্লেখ করেছেন হিলারি ক্লিনটন। নির্বাচনে জয়ী না হলে ফল না মানার ট্রাম্পের বক্তব্যকে ইঙ্গিত করে হিলারি এই মন্তব্য করেন। ওহিওর ক্লিভল্যান্ডে এক সমাবেশে হিলারি বলেন, আমরা নেতৃত্ব ও একনায়কত্বের পার্থক্য বুঝি। আর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আমাদের আলাদা বৈশিষ্ট্যম-িত করেছে। নির্বাচনের ফল না মানার ঘোষণার মধ্য দিয়ে তিনি আমাদের গণতন্ত্রকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। অপরদিকে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও এক হলিউড অভিনেত্রী। গত শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে হলিউড তারকা সালমা হায়েক বলেন, আমার অভিনয় পেশার শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে দেখা হয়। তিনি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমার ফোন নাম্বার সংগ্রহ করেন। পরে ফোন করে ডেটিংয়ের প্রস্তাব দিলে আমি তাকে ফিরিয়ে দিই। কারণ এতে আমি অসম্মানিত বোধ করি। পরে অবশ্য ন্যাশনাল এনকোয়েরারে সালমাকে নিয়ে গল্প রটান ট্রাম্প। তিনি জানান, সালমা উচ্চতায় খাটো বলে ট্রাম্প তার সঙ্গে ডেটিংয়ে যাননি।
অপর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বিজয়ী হলে ফল বর্জন করবেন রিপাবলিকান পার্টির অর্ধেক সমর্থক। গত শনিবার রয়টার্সের এক জরিপে এমনই তথ্য জানা গেছে। তাছাড়া, জরিপে অংশ নেয়া ৭০ শতাংশ রিপাবলিকান সমর্থকই মনে করেন, হিলারি কেবল কারচুপির মাধ্যমেই এই নির্বাচনে জয়ী হতে পারেন। জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ রিপাবলিকানই চূড়ান্ত ভোট গণনা সম্পর্কে উদ্বিগ্ন। দলটির ৪০ শতাংশ সমর্থক মনে করেন, ৮ নভেম্বরের নির্বাচনে সঠিকভাবে তাদের ভোট গণনা করা হবে না। ৭০ শতাংশ রিপাবলিকান ভোট কেনাবেচা ও ভোটিং মেশিন সম্পর্কে উদ্বিগ্ন। ৮০ শতাংশই মনে করেন, মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিদের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে এবং তারা অবৈধভাবে ভোট দেবেন। উল্লেখ্য, ট্রাম্প কয়েক মাস ধরে অভিযোগ করে আসছেন, এবারের নির্বাচনে হিলারির বিজয় নিশ্চিত করতে ভোট কারচুপির চেষ্টা চলছে। তবে ডেমোক্রেটদের অবস্থা ভিন্ন। ট্রাম্প বিজয়ী হলে ৭০ শতাংশ ডেমোক্রেট সমর্থক ফল মেনে নেবেন বলে জানিয়েছেন। তারা মনে করেন, তাদের ভোট সঠিকভাবেই গণনা করা হবে। এর আগে হিলারি নিজেও ফল যাই হোক, তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জরিপে অংশ নেয়া ৬০ শতাংশ মানুষ (উভয় দলের) পুরো ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বিগ্ন। বিবিসি, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন