বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক থেকে ড্রোন আনছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তুরস্কের আঙ্কারাভিত্তিক কোম্পানি জাইরন ডায়নামিকের তৈরি করা মাল্টিরোটর ড্রোন আনছে ভারত। আনাদোলু এজেন্সির বরাতে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।
খবরে বলা হয়, জাইরন ডায়নামিক উন্নত প্রযুক্তির পাশাপাশি ড্রোন সংক্রান্ত নানা বিষয়ের সমাধান দেয়। ভারতে পাঠানোর জন্য কোম্পানিটি ইতোমধ্যে ড্রোন প্রস্তুত করে রেখেছে। এ বছরের শেষদিকে ড্রোনগুলো ভারতে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রস্তুতকারী কোম্পানি, যা ২০২২ সালেও অব্যাহত থাকবে। আগামী বছর অন্তত একশ’ ড্রোন পাঠানো হবে। এ কোম্পানি ২০২২ সালের মার্চে ভারতে ড্রোনের প্রদর্শনীর আয়োজন করবে বিশেষ করে দূরপ্রাচ্যের দেশগুলোর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য।
আগস্টে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় হওয়া চুক্তি অনুযায়ী, ড্রোন প্রস্তুতকারী আঙ্কারাভিত্তিক প্রতিষ্ঠানটির ৩০ শতাংশ শেয়ার ৩.৫ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে ভারতের ডিসিএম শ্রিরাম ইন্ডাস্ট্রিজ। তুরস্কের ড্রোনের ব্যাপক চাহিদা দেশটির সরকারের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্ক তাদের তৈরি করা ড্রোনে সিরিয়া ও লিবিয়ায় ব্যবহার করে সাফল্য পেয়েছে। আর নাগরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজনের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তুর্কি ড্রোনের। সূত্র ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন