মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালিবানের আত্মঘাতী হামলার ভিডিও প্রকাশ

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে তালিবান যোদ্ধাদের হামলা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আফগান তালিবানের পক্ষ থেকে এ ধরনের একটি আত্মঘাতী হামলার এক ড্রোন ভিডিও প্রকাশ করা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ফুটেজে দেখা গেছে, আত্মঘাতী তালিবান সদস্য হামভি মডেলের একটি গাড়ি নিয়ে দেশটির হেলমেন্দ প্রদেশের এক পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তা উড়িয়ে দেয়। তালিবান যোদ্ধাদের এই অভিযানকে একটি বড় ধরনের সফল হামলা বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তালিবান প্রকাশিত ভিডিও ফুটেজটি সত্যি বলে নিশ্চিত করেছে দেশটির এক সরকারি কর্মকর্তা। বলা হচ্ছে, তালিবান প্রথমবারের মতো এ ধরনের ড্রোন ভিডিও ফুটেজ প্রকাশ করলো। তবে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে লিপ্ত অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো আগেই এ ধরনের ভিডিও প্রকাশ করেছে। ২৩ মিনিটের এই ভিডিও বার্তার শুরুতে আত্মঘাতী ওই তালিবান সদস্য হামভি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলেন। গাড়িটি আফগান বাহিনীকে আমেরিকান কর্তৃপক্ষ প্রদান করেছিল। এই গাড়িটি তালিবান যোদ্ধাদের হাতে কেমন করে গেলো তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিও বার্তায় আত্মঘাতী তালিবান সদস্য বলেন, এটা আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আমি আফগান সরকারি বাহিনীকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এখনই আমাদের সঙ্গে যোগ দাও, নয়তো তোমাদের দেয়া মার্কিনীদের উপহারেই তোমাদের ওপর হামলা চালানো হবে। ভবিষ্যতে এ ধরনের আরো হামলা কিংবা এর চেয়ে আরো ভয়াবহ হামলা চালানোর হুমকি দেন তিনি। ওই হামলায় তালিবান সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী ২০০১ সাল থেকে তালিবানের বিরুদ্ধে যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে আসছে। এবার তালিবান যোদ্ধারাও তাদেরই সামগ্রী ব্যবহার করে পাল্টা হামলা চালালো। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন