ইনকিলাব ডেস্ক : ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৯ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। গত সোমবার ভোরে অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা সীমান্তের মধ্যে মলকানগিরিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মলকানগিরির একটি মাওবাদী ক্যাম্পে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে অন্তত ৫০-৬০ জন মাওবাদী বিদ্রোহী ছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা। পুলিশ বলছে, মাওবাদী উচ্চপদস্থ নেতাদের বৈঠক হওয়ার বিষয়ে খবর পেয়ে গত রাত থেকে অনুসন্ধান ও চিরুনি অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও একে-৪৭সহ অস্ত্র উদ্ধার করেছে। নিহতদের মধ্যে মাওবাদীদের ঊর্ধ্বতন নেতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন