মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাড়ি ঘোরাতে গিয়ে বিড়ম্বনায় চালক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

গাড়ি ঘোরাতে গিয়ে বড় ধরনের ক্ষতি করে ফেলেছেন একজন চালক। অস্ট্রেলিয়ার রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গাড়ি ঘুরিয়ে নিতে গিয়ে অসাবধানতার কারণে বাম্পার ভেঙে ফেলেন তিনি। ওই পোস্ট ডেলিভারি চালকের কীর্তির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সিডনি নেম নামে একটি ফেসবুক পেজ থেকে। জানা গেছে, ছোট্ট একটি পাইপের সঙ্গে লেগে গাড়ির সামনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এতে তার কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা দুইভাগে বিভক্ত হয়েছেন। তাদের একাংশ বলছে, চালককে আরো সচেতন হয়ে গাড়ি ঘোরাতে হতো। আরেকদল বলছেন, এতে চালকের কোনো দোষ নেই। রাস্তের পাশে এতো চিকন কোনো মেটাল তার চোখে না পড়ারই কথা। ওই মেটালের পাইপ সেখানে থাকার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, রাস্তার পাশে এ ধরনের বস্তুর উপস্থিতি কাম্য নয়। গরিব চালক হয়তো আপনার কোনো কুরিয়ার বহন করছিলেন। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন