শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তালেবান সরকারকে সহায়তার আহ্বান জানালেন ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক করার মাধ্যমে বিদেশে রক্ষিত তাদের বাজেয়াপ্ত সম্পদ ফিরিয়ে দিতে বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মধ্য আগস্টে আশরাফ গণির নেতৃত্বাধীন সরকার পালিয়ে যাওয়ার পর সে দেশে তলেবান ক্ষমতায় আরোহণ করে। এর পর থেকেই মারাত্মকরকম আর্থিক সংকটে ভুগছে পুরো দেশ। বিদেশে থাকা তাদের সকল প্রকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের মানবাধিকার সংগঠনগুলো আফগানিস্তানে তাদের মানবিক সহায়তাকার্যক্রম শুরু করেছে। এ কারণে ইসলামাবাদ স্থল ও আকাশপথে কাবুলকে সহায়তা দানের আশ্বাস দিয়েছে। যাই হোক, ইমরান খানের আবেদন সত্ত্বেও আফগানিস্তানের মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিসের সর্বশেষ প্রতিবেদনে ‘শর্তাধীন মানবিকতাবাদ’ বা পাকিস্তানের উদ্দেশ্য বোঝায় রাজনৈতিক উদ্দেশ্যে মানবিক সহায়তার ‘উত্তোলন’ করার প্রচেষ্টা সম্পর্কে উদ্বেগ দেখিয়েছে। এএনআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন