শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পরিত্যক্ত ভবনে অভিনব শিল্প প্রদর্শনী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ২:৫৪ পিএম

পরিত্যক্ত ক্যাসিনো বা ব্যাংক ভবন মাল্টিমিডিয়া গ্যালারি হয়ে উঠলে কেমন হয়? সেই প্রদর্শনীর স্থায়িত্বও অনিশ্চিত হলে আরো রোম্যান্টিক হতে পারে৷ বার্লিনে ঠিক এমনই এক উদ্যোগ সবার নজর কাড়ছে৷

বার্লিনের এই সাবেক ক্যাসিনো আজ নগরকেন্দ্রিক ও ভার্চুয়াল শিল্পের পরীক্ষাকেন্দ্র হয়ে উঠেছে৷ স্লট মেশিন ও ক্যাসিনো টেবিলের জায়গায় রং, ধ্বনি ও আলোর এফেক্টের গোলকধাঁধা শোভা পাচ্ছে৷ জার্মানির তিন স্ট্রিট আর্ট শিল্পীর ‘ডিকসন্স’ গোষ্ঠী এমন সাময়িক আর্বান আর্ট গ্যালারি আইডিয়া কার্যকর করছে৷ কিমো ফন রেকভস্কি তাদেরই একজন৷ তিনি বলেন, ‘‘এই প্রদর্শনী যাতে কখনো শেষ না হয়, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই ‘নেভার এন্ডিং প্রোগ্রেস’ চালু রাখতে আমরা বার বার অগমেন্টেড রিয়ালিটি পরিবর্তন করে যাবো এবং মিউজিয়ামে নতুন জিনিস যোগ করবো৷’’

বার্লিনে এই প্রদর্শনীর নাম ‘গেম ওভার’, সংক্ষেপে ‘গো’৷ প্রায় ২,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে ৮০ জন শিল্পীর স্ট্রিট আর্ট, প্রচলিত এবং পরীক্ষামূলক শিল্পসৃষ্টি শোভা পাচ্ছে৷ ফন রেকভস্কি আরো বলেন, ‘‘টুডি ও থ্রিডি শিল্পীদের মধ্যে সমন্বয় এবং এক অ্যাপের মাধ্যমে শিল্পের নতুন মাত্রা সৃষ্টি করাই ‘গো’ নামের প্রদর্শনীর কনসেপ্ট৷ অর্থাৎ আমাদের অ্যাপ নিয়ে গ্যালারিতে এলে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির মাধ্যমে শিল্পকর্মগুলি জীবন্ত করে তোলা যায়৷’’

বার্লিনের ‘ড্রিংক অ্যান্ড ড্র’ সংঘের শিল্পী ইয়ুলিয়ান ডিকার্টের সৃষ্টিকর্ম প্রথম দর্শনে বোঝা যায় না৷ নীল অথবা লাল রংয়ের ছটায় ভিন্ন ছবি চোখে পড়বে৷ সেখানে পরিবেশ অ্যাক্টিভিস্ট গ্রেটা টুনবার্গ এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখা যায়৷ ডিকার্ট মনে করেন, ‘‘এটা সত্যি বেশ নজর কাড়ার মতো বার্তা, যা আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই৷ প্রাতিষ্ঠানিক ক্ষমতাকেন্দ্র ও কট্টরপন্থিরা পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী৷ যে তরুণ প্রজন্ম বর্তমানে পৃথিবীর ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে, তারাও চলমান প্রবণতার বিরুদ্ধে কিছু করতে পারে এবং সেই কাজে সফল হতে পারে৷’’

গিতা কুর্দপুর তার মান্ডালা শিল্পশৈলির মাধ্যমে এক ধরনের বিশ্রাম কক্ষ সৃষ্টি করেছেন৷ তার মধ্যে একটি কেন্দ্রবিন্দুকে ভিত্তি করে একাধিক নক্সা ছড়িয়ে রয়েছে৷ নিজের কাজ সম্পর্কে গিতা বলেন, ‘‘শিল্পের মাধ্যমে আমি মানুষকে ভাবনাচিন্তা করতে উদ্বুদ্ধ করতে চাই, নিজেকে খুঁজে পাবার পথে সাহায্য করতে চাই৷ আমার ‘দ্য সার্কল অফ লাইফ' সৃষ্টিকর্মে সেই প্রচেষ্টার প্রতিফলন দেখছি৷ অনেক অসাধারণ দর্শক এখানে এসে শান্তি পেয়েছেন এবং নিজেকে কার্যত হারিয়ে ফেলছেন৷’’

২০১৭ সালেই ‘ডিকসন্স' গোষ্ঠী বার্লিনে এমন এক স্ট্রিটআর্ট প্রদর্শনী করে নজর কেড়েছিল৷ অন্যান্য শিল্পীদের সঙ্গে ব্যাংকের এক পরিত্যক্ত শাখায় সেই প্রদর্শনী আয়োজিত হয়েছিল৷ মাস দুইয়েক পর সে সব ধ্বংস করা হয়েছিল৷ কিমো ফন রেকভস্কি বলেন, ‘‘সে বারের মতো এবারও যে চিরকাল একটি ভবনে থাকতে পারবো না, এমন ভাবনার পেছনেও কিছুটা রোম্যান্টিকতা লুকিয়ে রয়েছে৷ চলে গেলে কী আর করা যাবে! অন্য কোথাও আত্মপ্রকাশ করবো৷ হয়ত ভার্চুয়াল জগত, সুপারওয়ার্ল্ড জগতে ভার্চুয়াল গ্যালারি নিয়ে বার বার হাজির হবো৷’’ তবে সাবেক ক্যাসিনো ভবনটি ভাঙার কাজ শুরু হতে আরো অনেক সময় লাগবে৷ সূত্র: ডয়চে ভেলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন