রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে করোনায় আরও ৫ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৯:৫৯ এএম

বিশ্বে এখন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রাশিয়াতেই মৃত্যু হয়েছে এক হাজার ৭৬ জনের। এই সময়ে বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৮৬৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৩১ হাজার ১৭৮ জন।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ৫১৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৭১৭ জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ২০৫ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৭ হাজার ২০৬ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ১৫ হাজার ১৪৫ জন।

সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ১৭০ জনের। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭১ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৭৮৪ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১২ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন