শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নাবালিকা ধর্ষণে ১৩ জনের ২০ বছর করে কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

চলতি বছরের শুরুর দিকে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় শোরগোল পড়ে যায় রাজস্থানে। ১৫ বছরের ওই বালিকাকে টানা নয় দিন ধরে ধর্ষণ করে একাধিক ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে কঠোর সাজা দিল রাজস্থানের কোটা শহরের একটি আদালত। ১৩ জনকে ২০ বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আরও ২ জনকে ৪ বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে অ্যডিশনাল সেশন জাজ অশোক চৌধুরী পকসো আইনে একটি বিশেষ আদালত গঠন করেন। এবার নয় মাসের মধ্যে দোষীদের শাস্তি দিল সেই আদালত। শনিবার নাবালিকার গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে সাজার নির্দেশ দিল আশোক চৌধুরীর আদালত। ১৩ জনকে ২০ বছর করে কারাদণ্ড ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, ২ জনকে ৪ বছর করে কারাদণ্ডের পাশাপাশি ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়ছে, আরও এক মহিলাকে ৪ বছরের কঠোর কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে শনিবার। এই মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল, নাবালিকাকে অপহরণ করে সে, এবং ঝলওয়ারের একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে। ওই ব্যক্তিরাই নাবালিকাকে নয় দিন ধরে ধর্ষণ করে। তবে এই ঘটনায় অভিযুক্ত অন্য ১২ জনকে নির্দোষ ঘোষণা করেছে কোটার আদালত। এদিকে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় আভিযোগ রয়েছে আরও ৪ নাবালকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা চলছে জুভেনাইল আদালতে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন