শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে নিহত ১৪

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কারখানায় শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার বিকেলে শ্যানশি প্রদেশের শিনমিন টাউনের এই ঘটনায় আরো ১৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বিস্ফোরণে স্থানীয় হাসপাতালসহ আশপাশের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের করা প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, অবৈধভাবে গুদামজাত করে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ভবনের মালিককে গ্রেফতার করা হয়েছে এবং ভাড়াটিয়া কারখানার মালিককে খোঁজা হচ্ছে। ক্রমবর্ধমান কয়লা খনিতে ব্যবহারের জন্য চীনে সহজেই বিস্ফোরক সংগ্রহ করা যায়। শিল্পে ব্যবহৃত এসব বিস্ফোরক বা রাসায়নিক প্রায়ই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গুদামজাত করা হয়, যার কারণে অনেক সময় বিস্ফোরণ ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। গত বছর দেশটির উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে একটি
রাসায়নিক গুদামে
ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিলেন। সিনহুয়া, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন