ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সউদী আরবে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সউদীর দক্ষিণাঞ্চলীয় জাজান শহরে এ হামলা চালানো হয়। এতে বাংলাদেশিসহ সাতজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সউদীর প্রতিরক্ষা বিভাগ বলছে, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের একজন সউদী আরবের নাগরিক ও অপরজন ইয়েমেনের নাগরিক।
এর আগে সউদী নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালায়। এ ঘটনায় এক নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। চিকিৎসকরা বলছেন, রাজধানী সানার আজামা শহরে সউদী জোটের বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। সূত্র : আল জাজিরা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন