ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন, তিনি আরও কিছু সময় ক্ষমতায় টিকে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করবেন। জাপান সফর শেষে দেশে ফেরার আগমুহূর্তে তিনি এসব কথা বলেন। দুতার্তে আরও জানিয়েছেন, ফিলিপাইনের ভূখ-ে তিনি কোন বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি দেখতে চান না। আর তিনি ক্ষমতায় টিকে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) বাতিল করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি উল্লেখ করেননি। মার্কিন সেনাদের ফিলিপাইন ছাড়ার দিকে নির্দেশ করে দুতার্তে বলেন, ভবিষ্যতে আমি আমার দেশে ফিলিপিনো সেনাবাহিনী ছাড়া অন্য কোন দেশের সেনাদের দেখতে চাই না। তিনি মার্কিন আধিপত্যকে সতর্ক করে দিয়ে বলেন, ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণটা যেন নিজের শেকল পরা কুকুরের মতো না হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রতিরক্ষা চুক্তি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট (ইডিসিএ) অনুসারে, ফিলিপাইনে মার্কিন সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে কয়েকটি সামরিক ঘাঁটিতে। গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দাভাও শহরের মেয়র থাকাকালে দুতার্তে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন বলে মন্তব্য করেছিলেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ। এরপরই যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন দুতার্তে। ওই বিষয়টির দিকে ইঙ্গিত করে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, আপনারা জানেন এটা আমি শুরু করিনি। তারা এটা শুরু করেছিল। এরপরই মানবাধিকার, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ওবামা ও ইইউ ইস্যু সামনে আসে। তারা আমার সঙ্গে এ ধরনের আচরণ করেছে। তখন তারা বললো, আমরা সহযোগিতা কাটছাট করবো। তাই তাদের আমি বললাম, বেশ্যার ছেলে, আমাদেরকে তোমার শেকলে বাঁধা এমন কুকুর বানানোর চেষ্টা করো না যে, তুমি রুটি ছুড়ে দিবে আর তা ধরতে পারবো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির আলোকে ফিলিপাইনে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটির বিষয়ে দুতার্তে আরো বলেন, তার দেশে কোনো বিদেশি সেনার অবস্থান তিনি চান না। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন