শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ার বেসামরিক লোকদের অবহেলা করেছে মার্কিন জোট : অ্যামনেস্টি

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বেসামরিকদের হতাহত হওয়া এড়াতে পর্যাপ্ত পূর্ব সতর্কতা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি জোটের অভিযান বেসামরিকদের ওপর যে প্রভাব ফেলেছে তাও অবহেলা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। গত মঙ্গলবার এক বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক দপ্তর বৈরুতের গবেষণা বিষয়ক সহকারী পরিচালক লিন ম্যালোউফ। তিনি বলেন, সিরিয়ায় জোট বাহিনীর হামলাগুলোর কারণে বেসামরিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো ব্যাপ্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের দায় স্বীকার করার এটাই উপযুক্ত সময়। সিরিয়ায় তাদের অভিযানের কারণে বেসামরিকদের যে ক্ষতি হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট তা লক্ষণীয়ভাবে অবহেলা করছে বলে আমরা শঙ্কিত। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন